১৪ এপ্রি, ২০১১

সোনালী আহ্বান : নীল নক্ষত্র


বরষ পরে আবার এসেছ বৈশাখ
সোনার তরী বেয়ে
স্বাগতমস্বাগতম হে নতুন
তোমায় বরণ করি ভালবেসে।

প্রভাতী তারার মালা গলায় পরে
সুখের পায়রা হয়ে চঞ্চল পায়ে
এনেছ আবার দূরন্ত মৌসুমী ঝড়
কাঠ ফাটা তৃষা
চাতকীর চেয়ে থাকা আকাশে।

মেঘে মেঘে ঢালো বারিধারা
সাজাতে সুখের ধরনী
হৃদয়ে সঞ্চারো আশা
দ্বীপ জ্বালো সোনার বরনী।

শূন্যতার অভিশাপ করে উন্মোচন
এসো আবার নতুন করে
ফুলে ফুলে ভরে দাও তৃষিত ভালবাসা
মুছে দাও বেদনা কান্না
তোমার মধুর আহ্বানে।


নামঃ ওই তোছবিতেই লিখে রেখেছি।
পেশাঃ পাগলা হাওয়ার যাযাবর
নেশাঃ নীল সাগরের বুকে স্বপ্নের পাল তুলে ভেসে বেড়ানো













[ ১ম পাতায় ফেরত ]

1 টি মন্তব্য:

নীল নক্ষত্র (মোঃ খালিদ উমর) বলেছেন...

আমি ভেবেছিলাম এ লেখাটা এখানে প্রকাশ হবে না।