আমার সামনের রাস্তা যেভাবে এগিয়ে গেছে,
এঁকে বেঁকে, নিশব্দে, হয়ত বা হারিয়েছে.
আমি জানি ওই রাস্তার ওপারেও রাস্তা আছে,
দেখেছি তাকে সবার আড়ালে মনের মাঝে.
আমি সত্যি, তুমি সত্যি, সবাই সত্যি,
ওই যে রাস্তাটা তার অস্তিত্ব ও সত্যি.
আমি আজ দাড়াব ওই রাস্তার একেবারে শেষে,
যেখানে আর কেউ যাবে না ভুলে, ভয়ে ও ভেবে.
শুকনো পাতা, ফোটা ফুল , উড়ে আশা পাখি,
মন আজ তুমি তোমারই মনের মুখো-মুখি.
নেই অভিযোগ, নেই অনুযোগ নেই কোনো ক্ষোভ,
আছে ভালো, আছে মন্দ, মন কর তার খোঁজ.
আজ জানো মন সত্যি করে কে তুমি, কেন তুমি?
হয়ত কঠিন কিন্তূ আমি জানি পাবে তাকে তুমি.
মেঘলা দিনে মেঘলা আকাশ মেঘলা কি এই মন?
প্রকট হবেই আজ মনে সারা জীবনের শোধ-বোধ.
মেঘ আসে, মেঘ সরে যায়, আসে রোদ দামী,
তোমরা জানো না, জানে আমার উদ্ভ্রান্ত আমি.
অদিতি ভট্টাচার্য
কনসাল্টেন্ট আইবিএম, কলকাতা
[ ১ম পাতায় ফেরত ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন