১৪ এপ্রি, ২০১১

ভোঁকাট্টা : সুতপা ভট্টাচার্য বারুই


কোনোদিন আমার করে আমার থাকা হয়নি
 তোমার কসরতে আকাশ ছুঁয়ে
একটা হলদে ঘুড়ির  মত উড়তে উড়তে
আটকে গেছি ‘ইলেক্‌ট্রিক পোল’এ ।
পথচারীর দল কখনো অবাক হয়
কখনো মজা খোঁজে...
শুধু  দক্ষিণের জানালায় বৌটা
 আয়নার বদলে এদিকে নির্নিমেষ চেয়ে থাকে।


সুতপা ভট্টাচার্য বারুই
নেশা -- লেখালেখি
পেশা -- ব্যবসা [বুটিক]