২৮ সেপ, ২০১১

প্যাপিরাস, সোনারতরীর পুজোসংখ্যা প্রকাশিত


অর্কুট, ফেসবুক এবং ব্লগার বন্ধুদের অকৃত্রিম সাহায্যের হাত বাড়ানোর ফলে 
এবারের প্যাপিরাস সমৃদ্ধ হয়েছে প্রচুর কবিতায়, মুক্তগদ্যে, চারটি সুন্দর গল্পে, এক্গুচ্ছ রেসিপিতে, পুজোর গানের ভিডিও নিয়ে, ওয়েব দুনিয়ার নতুন পুজোসংখ্যার খবর নিয়ে, ভ্রমণকাহিনী, মজারকথা এবং হালফ্যাশনের টুকিটাকি নিয়ে । প্যাপিরাস পড়ুন ও পড়ে মন্তব্য করুন । সকল কবি, লেখক এবং কলাকুশলীদের শারদীয়া দুর্গাপুজোর প্রীতি এবং শুভেচ্ছা জানাই ।
পৃথ্বীশ ও ইন্দিরা


২৩ সেপ, ২০১১

৬ সেপ, ২০১১

ছেলেবেলার উতসবের স্মৃতি - ই-বুক

 
আমরা গত বছর কফিহাউসের আড্ডাব্লগে দুর্গাপুজোর স্মৃতিচারণা করেছিলাম ধারাবাহিক ভাবে । আমাদের বন্ধু অভ্র পাল এবং মেঘের প্রচেষ্টায় সেই স্মৃতিকথা একটি ই-বুকে পরিণত হয়েছে । এর জন্য অভ্রকে আর বাংলাদেশের বন্ধু মেঘ অদিতিকে অসংখ্য ধন্যবাদ জানাই ।  
ই-বুকটি ডাউনলোড করুন এইখানে । 

২ সেপ, ২০১১

'অ 2 ঔ' একটি প্রেমের অণুগল্প

বশেষে অকৃতদার অনিকেতের অন্ধকারের অবসান ।
ত্মমর্যাদায় আপ্লুত আগামীদিন আরভমাণ।
চ্ছাপূরণের ইশারার ইঙ্গিত ? 

শ্বরের ঈষত্‌ ঈক্ষিত ?
ত্তরের উত্কন্ঠায়.. উথালপাথাল..উত্সব উজানিয়া  ?
ণিশের ঊর্বশী ঊর্ণা.. ঊষার ঊর্মিমালা  ।
ষিকণ্যার ঋজুমন ঋতিতেও  ঋদ্ধিমান । 

খেছে ৯পিখানি ।
খন এগিয়ে এল এইমেয়ে.. এলোচুলে, এলাচিরঙ এলাবাসে, এষণাতে । 
তিহাসিক, ঐন্দ্রজালিক ঐতিহ্যময়ীর ঐশ্বরিক ঐরূপ ।
'গো ওজস্বিনী! ওকি? ওঠো, ওড়না ওঠাও' ওদিকে ওলটপালট ওষ্ঠাধারের ওজর ।
রসজাতের ঔজ্বল্যে, ঔদাসীন্যে ।  

 সহজ অনুবাদ 
অবশেষে অবিবাহিত অনিকেতের জীবনে একটু আশার আলো দেখা দিল ।  আগামীদিনগুলো একটু ভালোভাবে কাটবে সেই সুখের কথা ভেবে ।  ইচ্ছাপূর্ণ হবার  একটু সাড়া পেয়েছে সে । ভগবানের  আশীর্বাদও আছে মনে হয় ।   শুধু একটা উত্তরের অপেক্ষায় মনটা উথালপাথাল হয়ে উঠছে তার , আগামী উতসব মানে তাদের বিবাহের যেন একটু সাড়া পেল সে ।  ঊনিশ বছরের অসামান্যা সুন্দরী ঊর্ণার সাথে বিয়ে হবে তার ?  ভোরের ঢেউয়ের মত সুন্দরী ঊর্ণা ঋষিকণ্যা, চলনে বলনে ঘুরে দেখার মত । 
যাক ! চিঠির উত্তর দিয়েছে সে ।  
বিয়ের সময় এগিয়ে এল ।  পাণিগ্রহণ হল । অসাধারণ লাগছে তাকে কিন্তু লজায় অবনতা ঊর্ণা । অনিকেত বলল ওড়না ওঠাতে,  প্রগাঢ় চুম্বন পর্ব শেষ হল , মিলন হল । অবশেষে ঊর্ণা কৃতার্থ মাতৃত্বের আনন্দে ।