২৭ এপ্রি, ২০১১

অথ বিবাহ- উবাচ !

শুন শুন সর্বজন শুন দিয়া মন
রাণীর নাতির শাদীকথা করিব বর্ণন 
সেথায় পাত্র হল রাজপুত্র উইলিয়াম নাম
চার্লস-ডায়নার  জ্যেষ্ঠপুত্র , লন্ডন তার ধাম । 
অশীতিপর এলিজাবেথ রাণী সেথায় কর্ত্রী 
কেট নামে রাজকন্যা  নাতির পাণিপ্রার্থী
নাতবৌয়ের গাউন বানায় ডিজাইনার বুটিক 
সিকুয়েন্স, ফ্রিল, লেসের ঘটায় ঢাকিল রয়াল সিল্ক 
কেশবতী কেট কুমারী  ভাবিছেন বসিয়া
কেতার  কবরী বাঁধিব? না রাখিব কেশ খুলিয়া ? 
টায়রা শিরে রাখিব  নাকি পুষ্পে গাঁথিব মুকুট ? 
সোনার রিস্টলেট পরিব নাকি  শুধুই হীরের অঙ্গুঠ ? 
তালিম নিতেছে এখন সেথায় রাজবাটির গার্ডগণ
অসুস্থ হৈলেও কায়দা করিবে,  শিখিছে  সর্বখন ।
কোথায় হৈবে মধুচন্দ্রিমা কেনিয়া-সেশেলস-সিসিলি ?
প্যাপারত্জি পিছু নিবে তাই সত্য নাই বা বলি  !      
চতুর্দশ হীরকমন্ডিত বিশালাকার নীলা
এহেন  বিবাহ অঙ্গুরীয় পরিবে বধূবালা 
এটি পিতা চার্লসও যে ডায়নারে পরায়েছিল  
পরিয়া হতভাগীর বেঘোরে প্রাণ গেল  !
আমার দেশে নীলা যে বড় শুভ নয়
এ'কথাটি  রাণির কানে রাখিও নিশ্চয় ! 
এখনো সময় আছে ইমেল পাঠাও
ভনয়ে সোনারতরী রাণিরে জাগাও !

৪টি মন্তব্য:

kalyanbandhu বলেছেন...

পাকলে বেল কাক কি খায় ?
রাণীর যজ্ঞে কি আসে যায় ?

Indira Mukhopadhyay বলেছেন...

তবু পড়ি, শুনি শুধু বড়বাড়ির গপ্পো
আদার ব্যাপারী আমি বুঝি অল্পস্বল্প !!!

saptarshi বলেছেন...

khub sundor likhechhen..অথ বিবাহ- উবাচ !

অন্তহীন কথা বলেছেন...

রানি কাহিনি বেশ ভালো লাগল ।