১৪ এপ্রি, ২০১১

ছবিতা : সোমা মুখার্জি

ঐ যে খোলা আকাশ ! আমার একখানা মোটে ঘুড়ি । "মা, আমি তো তোমার সব কথা শুনি,  শুধু আমাকে একটু ঘুড়ি ওড়াতে দাও না । আমাকে একটু বোঝার চেষ্টা করো ; আমাকে আমার মত থাকতে দাও"
নতুন বছর আবার এল ঘুরে । "মা, এবার যেন  আমি ফুরিয়ে  না যাই ডালভাতে, আমাকে যেন ওরা একটু বোঝে ; শুধু আমি যেন আমার মত থাকতে পারি মা"
আমি সহজিয়া হতে চেয়েও হতে পারিনি । তবু চেষ্টা করে চলেছি । ঘর ছেড়েছি, সব ছেড়েছি শুধু বাউল হব বলে । জীবনদর্শন, দেহতত্ত্ব ... সে সব তো অনেক তাত্ত্বিক কথা । আমার আমিকে নিয়ে থাকব বলে.. 

সোমা মুখার্জি
চিত্রশিল্পী
শখ : ব‌ইপড়া, গানশোনা  







[ ১ম পাতায় ফেরত ]

৩টি মন্তব্য:

নীলাকাশ বলেছেন...

সুন্দর।

নামহীন বলেছেন...

যেমন লেখা তেমন সুন্দর ছবি! চিত্রশিল্পীরই লেখা নিশ্চয়ই । আপনি অন্য ওয়েবম্যাগাজিনে আপনার চিত্রশিল্প পাঠাচ্ছেন না কেন ?

আর "ছবিতা" নামাঙ্কনে যথারীতি বলিষ্ঠতা !

Indira Mukhopadhyay বলেছেন...

ধন্যবাদ ! আপনাদের দুজনকে । সোনারতরীতে এসে পড়া এবং দেখার জন্য । সোমা মুখার্জি কে আমার এই এক ই প্রশ্ন কেন উনি অন্য কোথাও ছবি আঁকছেন না । অনেক গুলি ওয়েব ম্যাগাজিন আছে যমন "দিয়ালা" , " ইচ্ছামতী", "খোয়াব" এই গুলিতে বিশেষভাবে ছবির পাতা থাকে । আর সব শেষে বলি "ছবিতা" নামটি আমার এক ব্লগ-বন্ধু মাল্যবানদার কাছ থেকে প্রথম শুনেছিলাম । তাই আমি সোনারতরীর এই বিশেষ পোষ্টটিতে ঐ ভাবেই দিয়েছি । আর ছবির সাথে ঐ লেখাটিও এই অধমের ।