১৬ মে, ২০১১

ভোটপূজো শেষে

ভোটপূজোরই পরেপরে 
বৃষ্টি হবে তুমুল জোরে,
বেসামাল রাস্তাঘাটে 
বানভাসি কালীঘাটে..
গ্রামের ছেলে স্কুল যাবে কি?
স্কুলে গেলে বেঞ্চ পাবে কি ?  
বৃত্তি-পরীক্ষা পাশ  হবেকি ?
জলজমা পথ রদ হবেকি ?
জল-বাতি-পথ সুখ হবে কি ?
হাসপাতালে বেড পাবকি ? 
পবঙ্গে জব পাবকি?
কথারকথা কাজ হবেকি?
বেঘোরে প্রাণ যাবে নাতো ?
জয়েন্ট দিয়ে বাইরে নাতো?
সিলিকনময় সল্টলেকতো ? 
চাষও হবে, বাসও হবে,
শিল্প হবে, গল্প হবে 
তবেই হবে, গর্ব হবে
মনের সুখে বাঁচা হবে  !

৩টি মন্তব্য:

Say Namaste! বলেছেন...

Indira...very well written indeed!
Moner moto korey lekha ei kobitar jonnyo abhinandan!

Indira Mukhopadhyay বলেছেন...

thanks a lot Sutapa! let us hope for the BEST!!!

Murad বলেছেন...

nice...