৯ মার্চ, ২০১১

গতকাল, ৮ই মার্চ ছিল মেয়েদের দিন

নারী, তোর জন্য দেখল জীবন কত পুরুষ
তোর জন্য ছেলেপুলেরা হ'ল মানুষ
তোর জন্য পুরুষ সাজাল শক্তিপুজোর ডালি
আমার দেশকে তুই কত কিছু শেখালি,
কত কিছু করলি !
কিন্তু বলতে পারিস তুই কেন আজো পেছনে রয়ে গেলি?
আজো পথে পড়ে থাকে মৃত মেয়েটা ,
সদ্যোজাতা, পরিত্যক্তা, ধর্ষিতা, লাঞ্ছিতা ।
আমি বলি তুই শুধু বেঁচে থাক "নারী" হয়ে
বেঁচে থাক তোর মত , তোর জন্যে শুধু ।


সুমঙ্গলী বধূ, তোমার মঙ্গলের জন্য দেখ,
সুমঙ্গলী কন্যা, তোমার শান্তির জন্য ভেব
সুমঙ্গলী নারী , তোমার সুখের জন্য বাঁচো একটু
যদি আকাশ থাকে তবে বেঁচে থাকবে নারী তুমি
যদি বাতাস থাকে তবেও বেঁচে থাকবে তুমি,
যদি পুরুষ থাকে তবেও বেঁচে থাকবে নারী
শুধু নারী হয়ে বেঁচে থেকো 
শুধু নিজের জন্যে, নারীর জন্যে, তোমার জন্যে 

1 টি মন্তব্য:

SUBHENDU বলেছেন...

Nari soktir kache puruser haar borabor e, jodio ghorer nari ke bonchito kore porer nari te asokto hobar ghotona vuri vuri, kintu sei to nari'r dasotto e korte hoy