নবমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়, রাত পোহালেই জানি আবার হবে দশমীর ভোর, আবার তোকে পাবো মোরা একটি বছর পর | মহা মায়ের মহামায়া, সোনার আলোয় কত পাওয়া চারটি দিনের কত চাওয়া, ঊমাশশীর উতল হওয়া কাঁদিস নে মা, আবার তোরে আসবো নিয়ে বছর পরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন