ওগো কলকাতা মহনগরী ! সিটি we N joy!
আছে আবেগের স্মৃতি বিজড়িত, “সিটি অফ জয় ” নামে বিখ্যাত ,
বেগের জোয়ারে মানুষের স্রোতে মিছিল নগরী নামে প্রচলিত,
তোমার আমার সবার শহর সিটি we N joy !
কল্লোলিনীর রূপে কেন ভুলি, বারবার সেথা মন দিয়ে ফেলি,
কেন সে বোঝে না ভুলের বশেতে, সে আছে যে জুড়ে আমার মনেতে,
তোমার শহর, আমার নগর, সিটি we N joy !
শৈশবে শীতে আলিপুর জু তে ,কৈশোরে জাদুঘরে ,
কলেজ পাড়ায়, কফি হাউসে ,বানভাসি মোরা জোয়ারে |
ভিক্টোরিয়ার পরী পাখা মেলে ,চড়ি ট্রামে বাসে পাতাল রেলে ,
আমার শহর মেট্রো নগরী সিটি we N joy !
প্ল্যনেটেরিয়াম মন ছুঁয়ে যায় ,হর্টিকালচার হাতছানি দেয়,
গঙ্গাবক্ষে রিভার ক্রুজে, নৌকা, সাঁতারে, স্টীমারে |
আহা সুন্দরী ! বড় রূপসিনী সিটি we N joy!
মেলার শহরে গান মেলা শুনি, বই মেলা হতে বই কিনে আনি,
সিনেমা নাটকে ভরপুর তুমি মুখরিত মেলা নগরী,
কল কল্লোলিনী দেয় হাতছানি সিটি we N joy!
হুগলী ব্রীজের মমতায় মাখা এক্সপ্রেস ওয়ে ধরি ,
যেদিকে দুচোখ চলে যায় মোর স্টিয়ারিং হাতে করি,
জনস্রোতের ভীড় উপছনো রাস্তায় ট্রাম গাড়ি ,
কোলাহল আর আড্ডার মাঝে আছে আমাদের ই বাড়ি,
তারই মাঝে তুমি বাড়িয়েছো হাত, দিয়েছো যে বরাভয় ,
তোমার আমার সকলের রাণী সিটি we N joy!
মশা মাছি আছে আছে কত রোগ, তোমার এখানে কত দুর্ভোগ,
তবু কেন ছুটে আসি বারবার ,এ শহর প্রিয় তুমি যে আমার,
তোমার আমার ভীড়ের নগরী, সিটি we N joy !
গ্রীষ্মে তোমার প্যাচপ্যাচে ঘামে, লোডশেডিং আম লিচু কালোজামে,
বর্ষায় আছে কত জল জমা দেখি আমি বসে তাই,
ওগো সুন্দরী ভেনিস নগরী সিটি we N joy!
শরতে শিশিরে শিউলির ঘ্রাণে, দুর্গামায়ের আগমনী গানে,
মেতে উঠি মোরা ঢাকের বাদ্যে, আলোর বেণু বাজাই।
রূপসিনী তুমি ভুলিয়েছো মোরে সিটি we N joy !
টানা রিক্সায়, অটো রিক্সায়, বাইপাসে গাড়ি স্পিড না নামায়,
রেসকোর্স রেডরোডের মোহেতে, পেরেছি যে ভাল তোমায় বাসতে,
প্রেয়সী তোমার যাদুতে ভুলেছি, সিটি we N joy!
দূষণ ভূষণ হয়েছে তোমারি, কালো ছাপ সারা শরীরে,
বলিরেখা পড়ে বয়সের ভারে, ভুলে গেছ তুমি আমারে,
ওগো সুন্দরী ! চির আদৃতা, ধর্ণা- মিছিলে হয়ো মুখরিতা,
তবু তুমি জানি আমাদের রাণী সিটি we N joy!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন