বুদ্ধ-গান্ধী-মমতার দেশে আলো নাহি জ্বলে বোশেখের শেষে,
পাখা নাহি ঘোরে মাথার ওপর, ভালো নাহি মোরা আজ।
একদা তাঁরা যে বড় মুখ করে বলেছিলেন আমাদেরকে,
উদ্বৃত্ত বিদ্যুত আছে বাংলায়, দিতে পারি অন্য রাজ্যকে।
দিনের মধ্যে কতবার সে যে আসে আর চলে যায়,
অভিমানী গাঁধী তাই দেখে শুনে বার করেন এক উপায়।
বিদ্যুত বিনা দু ঘন্টা প্রায় রাজ ভবন অন্ধকার,
যেথা রাখাল রাজা গোপালের আমার কষ্ট করাই সার!
কেউ বা বলেন "শিশু সুলভ" আর কেউ হন "মৌনীবাবা",
সবে মিলে কন রাজ্যপালের পোস্টকে কর না হাবা।
1 টি মন্তব্য:
কিছু বৎসর পূর্বে বাঙালীর ঠুটো গৌরব বক্ষে ধরিয়া আমার অবাঙালী মিত্রদিগের মাঝে সগর্বে ঘোষনা করিতাম "পশ্চিম বঙ্গ energy surplus রাজ্য"। হায়! এখন বুঝিয়াছি, এ রাজ্যে শিল্প নাই। ধীরে, ধীরে শিল্প বারিতেছে এবং এ রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতির আসল চিত্র সকলের সম্মুখে প্রকাশ পাইতেছে।
একটি মন্তব্য পোস্ট করুন