২৪ জুল, ২০২০

"বৃষ্টি"

শেষমেশ শ্রাবণের শেষ শুক্রবারে রিলিজ করতে চলেছে এবছরের সেরা ছায়াছবি "বৃষ্টি"। করোনাকালের আগেই শ্যুটিং এর কাজ শেষ হয়েছিল তাই রক্ষে। ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন নায়ক মেঘ আর নবাগতা বর্ষা। ঠিক আগেকার সাদাকালো যুগের রোমান্টিক জুটি যেন! দারুণ পিকচারাইজেশন ! সবুজ ধানক্ষেতে হাঁটুজলে ঢলঢলে চাষীবৌ ধানচারা হাতে ...বেশ বোল্ড ড্রেসে অতিথিশিল্পীর ভূমিকায়। এই সিনটির জন্য একটু দেরী হল সেন্সর বোর্ডএর ক্লিয়ারেন্স পেতে। বর্ষা আর মেঘের প্রেমের দৃশ্য গুলো জাস্ট ফাটাফাটি, মানে মীরের ভাষায় অসাম শালা । চলবেই এই ছবিটা । মাস দুই কেন জনপ্রিয়তার শিখরে সাদরে শততম দিনও পার করে সগৌরবে শত সপ্তাহও পাড়ি দেবে মনে হচ্ছে । তাহলেই তো প্রোডিউসার শ্রাবণকুমার রাজা ! এই ছবির পরিচালক মৌসুমি কে দিয়ে তাঁর পরের ছবি নিয়েও ভাবছেন। নীল আকাশের থ্রিডি পর্দা মাত হলে তবেই নতুন ছবির মহরত এ হাত দেবেন ! ভাবনাচিন্তা শেষ।বলাই বাহুল্য পরের ছবিতেও মুখয় কুশীলবের ভূমিকায় মেঘ আর বর্ষাই থাকছেন।

করোনার সব ঝামেলা মিটলে আর পুজোর আগেই হাইওয়ে ধুয়ে সাফ্‌ হলে তবেই হবে এক্সিকিউশান। তদ্দিনে পেজ থ্রি কাঁপিয়ে বেড়াক মেঘ আর বর্ষা। তার আগে দেখে আসুন সবাই "বৃষ্টি"। কমার্শিয়াল, স্ল্যাপষ্টিক বা ইন্টেলেক্চুয়াল মুভি নয় । পাতি রোম্যান্টিক মুভি আর অনবদ্য পিকচারাইজেশন।এ ছবির সংগীত পরিচালনায় আছেন মেঘের দুইভাই বজ্র-বিদ্যুৎ। 

কোন মন্তব্য নেই: