রথ চলেছে সোজাসাপটা
আবহাওয়াটাই উল্টোপাল্টা
জগাদা তুই জীবন পাল্টা
বাঁচবে তবে ভারত দেশটা।
কতশত আসে ঝড় ও ঝাপটা
রথের রশির সজোর টানটা
তবুও জগা সোজাসাপটা
দেশের লোকের যচ্ছে প্রাণটা।
জগাদার চোখ গোলটা গোলটা
মধ্যিখানে ছোট্ট বোনটা
লাঙল কাঁধে এখনো ভাইটা
ঠিক রাস্তায় চলছে রথটা ।
তবুও বর্ষা উল্টোপাল্টা
রথটা চলেছে সোজাসাপটা ।
জগাদা রাখিস আমার মানটা
বিষ্টি না এলে যাবে যে প্রাণটা ।
পোলাও-পায়েস-পাটিসাপটা
দামী শাটিনের রাজবেশটা
হীরে জহরত উষ্ণীষটা
নেইকাজ শুধু ছুটির ঘন্টা !
তবুওতো যদি করতে কৃপাটা
বরত মানুষ, ঝরাত ঘামটা
চাষীবৌ টেনে মাথায় ঘোমটা
ভালো যদি হত চাষ-আবাদটা ।
কমে যেত তবে বাজার দরটা
প্রাণ পেত তবে পাড়ার বুড়োটা
সারাতো কেবল ভাঙাবাড়িটা
ফেলে দিত বুড়ি মাটির হাঁড়িটা ।
1 টি মন্তব্য:
A GOOD DEPICTION OF ULTORATH
একটি মন্তব্য পোস্ট করুন