rabindranath লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
rabindranath লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৮ আগ, ২০১১

আজ ৭০তম ২২শে শ্রাবণ !


মেঘের কোলে রোদ হেসেছিল সেদিন, বৃষ্টি ছুটি নিল।
নাচের তালে তালে আমার শৈশব রঙীন তখন ।
রোদনভরা বসন্ত এসেছিল যেদিন, শীতের ছুটি হয়ে ।
তুমি দিলে গানের ইস্কুল, আমার মেয়েবেলা যখন ।
ঝর ঝর মুখর বাদর দিনে, আমার যৌবন উপবন সবুজ হয়েছিল ।
আমি তারেই খুঁজে বেড়াই তখন ।
এমনি করেই কেটে গেছে বিরহের বেলা ।
তাকিয়ে দেখি পশ্চিম আকাশে অস্তরাগের বিপুল তরঙ্গ ।

৮ মে, ২০১১

"রবীন্দ্রসঙ্গীতে বাউলের প্রভাব"


 "রবীন্দ্রসঙ্গীতে বাউলের প্রভাব" এই প্রবন্ধটি  রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষে   আটল্যান্টার "অঞ্জলি" ম্যাগাজিনে  (৭ইমে ২০১১) প্রকাশিত হয়েছে ।