বলো তো! আমারা আবার স্মৃতি! কয়জনা যে পড়বে তা অজানা । তবুও লিখতে চাই ! ভাবতেও চাই পুরোণো কথাগুলো। ভাগ্যি সাথে ছিল আদরের নৌকা । আপাতত সেখানেই ভেসে চলুক আমার স্মৃতিকণারা । যদি তোমাদের ঘুম ভাঙে তোমরাও ভাসতে পারো স্মৃতির ভেলায় আমার সাথে অথবা নিজের সাথে । শুরু হল আমার কথা আদরের ব্লগে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন