৩০ জুল, ২০১২

উচাটন

আবার সেই উচাটন
আবার একলা আমার মন 
আবার সেই পথচাওয়াতেই 
কাটবে আমার  সর্বক্ষণ !
আবার সেই শিউলিঝরা
কাশফুলেতে মাতবে মন 
দেখতে দেখতে শুনতে পাব 
পুজো শেষের শীত কাহন!
আবার তখন আসবে ওরা   
দলবেঁধে সব রেলকামরা 
নতুন ধানের পরব যখন
সেই তো ওদের আসার ক্ষণ ।      

কোন মন্তব্য নেই: