১৭ মার্চ, ২০১২

আজে-বাজে-ট





এবার বাজেটে বাড়ল দাম সোনার, মেয়ের বিয়ে দিও না কো আর
প্ল্যাটিনামের দামও বাড়ল শুনি ? সে তো ব্রাত্য, আর যেন না কিনি ।
নিকোটিন, বিড়ি বিদেয় এবার, কমবে দূষণ ঘুচবে তবে ক্যানসার
সোয়াবিন জাতে উঠচে মনে হয়, সারের দাম না বাড়ালেই নয়?
মোটরবাইক টেলিভিশন সেট, ফ্রিজ, এসি ফোন সবই ছুঁতে ভয় ।
না, না, না আজ রাতে আর রেস্তোরাঁতে যাবনা, গাড়ী চেপে লঙ ড্রাইভেও নয়
টোল টেঁকশো চাইবে এবার জাদা, থাই-চাইনিজ মাথায় তোলো দাদা ।
সোলার বাল্ব যে সস্তা হল দাদু । ভরদুপুরে ছানিচোখে কাগজ পড়ার জাদু।
এল‌ইডি বাল্ব লাগাও শুধু কমবে বাতির বিল । ফিল্ম-ক্যামেরা পুষে রাখো, ডিজিক্যাম বাতিল ।
ক্যানসারের ওষুধ কম মাগ্যি এ বড় ভালোকথা, এডসের ওষুধ দাম কমলে বাড়বে বিরহব্যাথা ।
নুনের দাম কমবে বৈকি, সবাই কম খাচ্চে । প্রেসার বাড়ে, ফিগার ঝরে এখন লোকে বুঝচে ।
কয়লা কমলে ধোপা খুশি, ইস্ত্রীতে নিস্‌না বেশি । বিজলিবাতির খরচা বাড়ুক, গ্রামের ছেলে পড়ুক ।
কমল লোহার দাম, রিয়েল এস্টেট রমরমা, প্রোমোটারের নাম ।

কোন মন্তব্য নেই: