৩ আগ, ২০০৯

ভালো থেকো বন্ধু

বন্ধু হয়ে বন্ধু থেকো হাত বাড়িয়ে হাতটি ধরে,
যেমন করে লতায়-পাতায় মিলেমিশে আছে দূরে,
ঠিক এমনি করে থেকো পাশে,
যেমন করে নদীর জলে নৌকো ভেসে দূর থেকে দূর ঐ যে আসে,
ঠিক এমনি করে এসো কাছে, যেমন করে মৌমাছিরা ফুলের পাশে পাশে আছে|
এমনি করেই থাকো তুমি, যেমনটি ঠিক সূর্য ওঠে, চাঁদ হাসে আর তারা ফোটে।
যেমন খুশি এসো পাশে, ফুলের কাছে প্রজাপতি হয়ে এসে ভলোবেসে।
ভালো থেকো তুমি বৃষ্টি ফোঁটায়,
ভালো থেকো তুমি শিউলি ঝরায়,
আর ভালো থেকো তুমি আলোয়-আঁধারে,
ভালো থেকো কুয়াশা ঘেরা দূরের ঐ পাহাড়ে।
ভালো থেকো স্বপ্ন নিয়ে, ভালো থেকো সুরে ছন্দ নিয়ে,
ভালো থেকো আকাশের নীলে, ভালো থেকো সাগরের জলে।

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Innovative way to celebrate or rather recognise "Friendship Day"

নামহীন বলেছেন...

HELLO THERE!
I AM VERY GLAD TO SEE A WELL MAINTAINED AND WELL WRITTEN BENGALI BLOG.CONGRATES FOR THAT.CAN YOU HELP ME TO CREAT A BLOG IN BENGALI?I WILL REALLY APPRICIATE THAT,I AM LEAVING MY EMAIL ID.FEEL FREE TO CONTACT.
THANKS.
mikki.mitun@gmail.com