২০ জুন, ২০১১

" রঞ্জনা আমি আর আসব না "


"রঞ্জনা আমি আর আসবনা" গত শনিবার ১৮ইজুন আইসিসিআর হলে অঞ্জন দত্তের ৪র্থ বাংলা মিউজিকাল ছবি " রঞ্জনা আমি আর আসবনা " র প্রোমোশানাল রিলিজ অনুষ্ঠানের আয়োজন করেছিল সারেগামা এবং তারা মিউজিক চ্যানেল । পুরো টিম অর্থাত লিড বোকালিস্ট অঞ্জন দত্ত , তাঁর পুত্র নীল দত্ত, বেস গিটারে সঙ্কেত ভট্টাচার্য, এক্য়ুস্টিক গিটারে " হিপপকেট" খ্যাত অমিত দত্ত, ফিমেল ভোকালিস্ট সোমলতা আর ড্রামার ( নাম জানা নেই ) সকলেই উপস্থিত ছিলেন । যথারীতি অনুষ্ঠানের শুরুতে অঞ্জন দত্ত " পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই, রঞ্জনা আমি আর আসবনা ..." বলতে বলতে মঞ্চ কাঁপিয়ে অবতীর্ণ হলেন ।  ঐ সিনেমার গান ছাড়াও বংকানেকশানের বিখ্যাত গান " মাঝিরে, ও মাঝি ( যেটি রূপঙ্কর ও শান গেয়েছিল ) অঞ্জন দত্ত এবং পুত্র নীল গেয়ে মাত করে দিলেন । দুই গিটার ও ড্রামের সহযোগে সোমলতার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত " জাগরণে যায় বিভাবরী" বেশ অন্যরকম লাগল । যদিও জিনস আর কেপরি তে সোমলতা বেশ স্বাছন্দ্য ছিল কিন্তু তার বিশাল লম্বা খোলা চুল একটু বিব্রত করছিল তাকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই । গিটারিস্ট অমিত দত্ত এবং অঞ্জন দত্তের যুগলবন্দী অনবদ্য লাগল সে দিনের সন্ধ্যায় ।   অনেকদিন ধরে ইচ্ছে ছিল অঞ্জন দত্ত মানুষটিকে দেখার । কারণ তিনি একাধারে গান লেখেন, সুর করেন, মিউজিক কম্পোজ করেন, অভিনয় করেন  আর সিনেমা পরিচালনা করেন । এই একজন মানুষ যে কত ক্রিয়েটিভ তা লক্ষ্য করে আসছি বিগত তিরিশ বছর ধরে । কিন্তু এই বয়সে ওনার জীবনীশক্তির তারিফ না করে পারিনা । সামনে থেকে দেখার বড় ইচ্ছে ছিল ।  সাধপূরণ ও হয়ে গেল । " রঞ্জনা আমি আর আসবনা " ছবিটির সাফল্য কামনা করি । ছবির ঘটনা, চরিত্রায়ণ কেমন জানা নেই তবে শুধু গানের জন্যে উতরে যাবে ছবিটি এ আমার বিশ্বাস ! 

৩টি মন্তব্য:

আল ইমরান বলেছেন...

আমার খুব পছন্দের একজন শিল্পী অঞ্জন দত্ত।

Urmi বলেছেন...

Darun laglo. Infact amar khub pochhonder gaan.
Please visit my husband's blog when time permits.
http://chhandik.blogspot.com

Indira Mukhopadhyay বলেছেন...

ধন্যবাদ বাবলি এবং ইমরানকে । এবার চ্চবিটি দেখে রিভিউ রেখে লিখে গেলাম । তোমাদের জন্য । পড়লে খুশি হব ।