আলো আর অন্ধকার
আলো আছে, আর আছে অন্ধকার,
আর আছে সুখ, সাথে দুঃখ নেই কার?
হাসি আছে, সাথে কান্না আছে তার,
নারী আছে, সাথে পুরুষ আছে তার ;
আছে খোলা আলোর জানালা,
আমি আছি অন্ধকারে একেলা,
দুঃখ নিয়ে বিলাস করি আমি,
সুখ যে বড় ক্ষণস্থায়ী তুমি,
তাই আলোর আশায় অন্ধকারে থাকি।
অন্ধকার কে একলা বসে ডাকি।
২টি মন্তব্য:
Great! That was very nice, indeed.
Please vote for my blog: http://notapennyformythoughts.blogspot.com/ @ Indiblogger (if you feel it is worthy of your vote, that is)
Only 5 days left! You can only vote for one blog... i.e., you can vote only once.
Link to vote @ Indiblogger: http://www.indiblogger.in/vote.php?entry=408
Check out my latest post: "Please Vote... for my Blog @ IndiBlogger! Only 5 days left!"
You need to be registered with IndiBlogger. Here is the link: http://indiblogger.in/
Thanks in advance! :)
একটি মন্তব্য পোস্ট করুন