৬ আগ, ২০০৯

রাখী রাখিও না হাতে !!

বাঙলার মাটি, বাঙলার জল, বাঙলার বায়ু, বাঙলার ফল 
রাখী বাঁধি হাতে, ছোরা নিয়ে সাথে, রাখি হাতে হাত, চলি দলে দল |
 আকাশের বুকে কালো ধোঁয়া ছায়, বারুদের ঘ্রাণে বায়ু বিষময় 
হাতে রাখি হাত, বাঁধি রাখী তায়, পাছে প্রাণ যায়, মনে ভয় হয় | 
মানুষে মানুষে শুধু হানাহানি, হিংসা-কলহে বড় টানাটানি 
বাঁধি রাখি আমি বন্ধুর এক হাতে বিষ দিই তার অন্য আরেক হাতে | 
মিছরির কুচি পুরে নিয়ে মুখে, ছুরি খানা গুঁজি বন্ধুর বুকে 
ভয় হয় যদি কেউ দেখে ফেলে , জরিময় রাখী বেঁধে দিই সুখে।  
কত শত রাখী বাজারে এসেছে রাখি না কো তার খোঁজ
 শুধু ভাবি মনে রাখী বাঁধবার কি এ প্রহসন রোজ?

৪টি মন্তব্য:

Unknown বলেছেন...

in one word "splendid"
much better than so called modern poets.

Subhayan Mukerjee বলেছেন...

ব্যাপোক !!!

Calcutta বলেছেন...

সোনার তরী বেশ পপুলার হচ্ছে!

নামহীন বলেছেন...
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।