বেশ চড়চড়ে গরম । সোনালী বিকেলে মেঘ এল । আরো গুমট গরম । নৌকোখানা নিয়ে মাঝি যাবে কেমন করে একা একা ? দমকা ঠান্ডা হাওয়া দিল । এই বুঝি ঝড় ওঠে নদীতে । মাঝির মনখারাপ । মাছ ধরে আনবে কথা দিয়েছিল বৌকে । বৌ তার বন্ধুদের ভাজামাছ খাওয়াবে কথা দিয়েছে । নতুন বছর বলে কথা ! যে বাবুদের বাড়ি মাছ দিতে যায় তাদের সব কত চেয়ার, কত টেবিল ! কত বড় বড় কাঁচের রেকাব ।
"আমাদের তো কিছুই নেই , এতসব" কোথায় বসতে দিবি আর কোথায় খাওয়াবি বৌ?
বৌয়ের সাধ "আমাদের নৌকোখানাতেই বসবে ওরা । একটা মোটে দিন তো । আমি নৌকোয় বসেই ভাজব মাছ । আর তুমি কলাপাতায় করে ওদের খেতে দেবেখন"
"আচ্ছা তবে তাই হবে"
"শুভ দিন , নতুন বছর। বাবুরা যেমন মাছের অর্ডার দিয়েছে, আমরাও মাছ আনব, আর কি যেন বলে ? পার্টি দেব বাবুদের মতন"
নৌকো তখন মাঝ দরিয়ায় । প্রচুর মাছ উঠেছে আজ । মেঘ সরে গেছে । চাঁদ উঠেছে । মাঝি বৌয়ের তুলসীতলায় পিদিম, শাঁখ, ঘটে সিঁদুরের স্বস্তিকা এঁকে আমের পল্লব হ'ল।
রঙচঙে হয়েছে নৌকোখানা । ছই এর দোরে দুটো কলাগাছ হাওয়ায় দুলছে আপনমনে । খোলা হাওয়া লেগেছে তার পালে । বৌ পরেছে নতুন কড়কড়ে শাড়িখানা । পায়ে রূপোর বিছুয়া । নৌকোর পাটাতনে পা ছড়িয়ে মাছ ভাজছে বসে । এসে গেছে একে একে সকলে । পুরোণো নদী , পুরোণো চাঁদ , পুরোণো নৌকোখানি। বদলায়নি কিছুই । শুধু এক নতুন ভালোলাগা । নতুন করে ভালোথাকা । নিজের লোকেদের নিয়ে নিজের মত করে থাকতে চাওয়া !
নদীর জলে কলকল করে জল কাটছে নৌকোর দাঁড় । আপনমনে নদী চলেছে নৌকোকে নিয়ে । আর খলখল করে হাসির রোল উঠেছে..
১ বই-শাখে, দেখা হল ২ জনায়..
এসো Hey বই-শাখ ! s o, s o
ছবি: শুভেন্দু দাস
কমিউনিকেশন স্পেশালিস্ট,
আইবিএম করপোরেট কমিউনিকশন
আমাকে আমার মতো থাকতে দাও রেখা মিত্র | |
মহাদেবের আর্জি মধুমিতা ভট্টাচার্য | |
ভোঁকাট্টা সুতপা ভট্টাচার্য বারুই | |
আপনমনে আমায় থাকতে দে রমা চৌধুরী | |
মন অদিতি ভট্টাচার্য | |
আমাকে আমার মতন থাকতে দাও অনির্বাণ রায় | |
বাতিঘর এক সবুজ মেঘ | |
নববর্ষ ১৪১৮ মহাশ্বেতা রায় | |
সোনালী আহ্বান নীল নক্ষত্র | |
২২ নভেম্বর, গোপন রহস্য উদ্ধার হামিদা রহমান | |
এক বৃদ্ধ ও এক যুবক আমিনুল ইসলাম মামুন | |
লিখিনু যে লিপিখানি ইন্দিরা মুখার্জি | |
ছবিতা সোমা মুখার্জি | |
আমার পয়লা বৈশাখ আইভি চট্টোপাধ্যায় | |
আমাকে আমার মতো কল্যাণবন্ধু মিত্র | |
একটি কুকুরের বদলে যাবার গল্প মুরাদুল ইসলাম | |
আমারই মত এই আমি সংঘমিত্রা নাথ |
পয়লায় ৯ ১লা
আনলিমিটেড ব্লগবাজি, ই-পাড়ায় টোটো-টোকলা, সোশ্যালনেটে টুইটুই, ডিজিটাল সেলিবদের সঙ্গে চ্যাট-বিলাস, লিটলম্যাগের রিয়েলিটি শো
- হেল্থ-e-ফুড
- মান্থলি-e-ম্যাগাজিন
- চৈত্রসেলে-e-শপিং
- এন্ড্রয়েড vs আইফোন তর্ক
- গুগ্লক্রোম, এক্সপ্লোরার, ফায়ারফক্সের রেস
- ডিজিটাল বন্ধুত্ব
- রিয়েল vs ভার্চুয়াল প্রোফাইল
- জি-টকে ঝগড়া
- সারারাতব্যাপী ইউটিউব-জলসা
- নতুন সোশ্যাল-মিডিয়া
- নতুন ওয়েবম্যাগ
- নতুন ব্লগ-বিজ্ঞাপন
মধুরেণ তুষ্টি তাম্বুলে
কাঁচামাল :
টাটকা পালংপাতা
তেঁতুল আর গুড়ের মিষ্টি চাটনি
শুকনো খোলায় ভাজা চীনে বাদাম কুচি
কাঁচা আমের ঝুরি
পেঁয়াজ কুচি
কাঁচালঙ্কা কুচি
সেওভাজা
ধনেপাতা কুচোনো
চাট-মশলা
যেমন করে পান সাজে ঠিক তেমন করে | পালংপাতা ভালো করে ধুয়ে নিয়ে চুনের বদলে চাটনী মাখিয়ে আর সুপুরী, মৌরী, মশলার বদলে বাকী সব দিয়ে মুড়ে ফেলুন আর টপ করে মুখে পুরুন এই "দিল-জ্বলা" পানটি!
উরিব্বাস, এ কোন যাদুতে সাজালেন এতো সুন্দর করে? অনেক বন্ধুদের লিখিয়ে ছেড়েছেন দেখছি। দারুণ! রয়ে সয়ে পড়ব। আপাতত পড়াচ্ছি।
উত্তরমুছুনদিদি নুতন বছরের শুভেচ্ছা রইল আগাম । আপনার ব্লগটা দেখে খুব ভাল লাগল। খুবই পরিপাটি।
উত্তরমুছুনখুব সুন্দর করে সাজিয়ে একেবারে আমাদের বৈশাখের প্রথম দিনেই উপহার দিলে।
উত্তরমুছুননতুন বছরের শুভেচ্ছা জেনো।
মেঘ
Notun bochhorer natun upoharti bhari soresh. Chhotto tori Sonar Tori hele dule cholechhe somoy nadir book e. khub bhalo laglo. Anek shubhechha roilo natun bochhorer janye.Sab banduder o janai shubhechha.
উত্তরমুছুনইন্দিরা নতুন বছরের শুরুতেই দারুণ চমক দিলে! খুব সুন্দর সাজিয়েছ!নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমার জন্যে এবং ব্লগে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্যে।
উত্তরমুছুনdarun laglo. though shob kota porini :P
উত্তরমুছুনar swastik ta khoob shundor :D
সোনারতরীর সকল পাঠক, লেখক এবং শিল্পীদের জানাই শুভ ১৪১৮! শুভ ব্লগিং!
উত্তরমুছুনআরেকটা কথা, এরকম সঙ্কলনের জন্যে আপনি আলাদা একটা ব্লগ করলে কেমন হয়?
উত্তরমুছুনota sonartoreer jonyo ekta special section e rakhbo Sushanta! eta amar kal thekei mone hoyechhe ... jamon amar travelogue guli rakhabo ekta jaigay thik temon kore... dekhi ki kora jai ....
উত্তরমুছুনDear Indira
উত্তরমুছুনSubho Nababarsho..
TUMI-EE FIRST HOL-E!!! ( ei " apni 1st holen" ekta idiom amder family te khub use hoe...ekta real situation er opor base kor-e Idiom ta chalu hoechhilo...ek din bolbo".)
Sonar tori-r nutan abatar amar khub bhalo legechhe..
Article gulo PoD-bo , one by one ..sudhu chokh bola-te parbona...mon diye PoD-bo.
Bhalo theko
ushnish da
ভাসছিলো এই সোনার তরী ভাসছিলো
উত্তরমুছুনতরীর মেঝেন লিখছিলো আর হাসছিলো
হঠাৎ মেঝেন ডাক দিলো,"সব আয় চলে"
সোনার তরী ভাসলো ভরা কল্লোলে
দুলছিল তরী, ভাসছিল আর কাঁপছিল
উত্তরমুছুনকাঁপছিল প্রাণ, কেমন যেন লাগছিল
লাগছিল হাওয়া পালে তার তরী তরতর
তরতর হাত, দুরুদুরু বুকে থরথর