পৃষ্ঠাসমূহ

১৯ জুল, ২০১০

খোলাখাতা

রোদ্দুর এসে বলল "পূবের জানলা খুলে দাও, পাবে বন্ধুত্বের উষ্ণতা, সম্পর্কের তাপ"
আমি নিলাম তুলে...
হাওয়া এসে ডাক দিল, "দখিনের দরজা খোল, উড়িয়ে দাও নৈরাশ্যের শৈত্যতা, হতাশার বাষ্পকে"
আমি দিলাম খুলে...
শিশির এসে ভিজিয়ে দিল ছাদ, সবুজ ঘাস, বলল "ভিজিয়ে নাও খোলামন, ধুয়ে দাও গ্লানি"
আমি এলাম খালি পায়...
আকাশ বলল "চেয়ে দেখ আমায়, ভাব একটু বড় করে, দেখ একটু বিরাট করে"
আমি তাকালাম ওর দিকে...
বৃষ্টি এসে গান শোনাল ঝিরঝির করে, ঝমঝম করে, বলল "দেখ আমি কেমন দিতে পারি"
আমি ভিজলাম বৃষ্টির সাথে...
জোছনা এসে চুঁইয়ে পড়ল আমার বাগানে, বলল "মেখে নাও সারা গায়"
আমি ভিজিয়ে নিলাম দুচোখের পাতা...
...............।
আর? আমার ভাবনার খোলাখাতা
ব্যথার বর্ণমালা, সুখের শব্দকণারা টুপটাপ করে ঝরে পড়ল খোলাখাতায়
আমার আকাশের একমুঠো রোদ্দুর নিয়ে, বৃষ্টি ভেজা একরাশ বাতাস নিয়ে
শিশির ঝরা ভোর আর জোছনালেপা রাতকে নিয়ে
................. 

৫টি মন্তব্য: