আলো আর অন্ধকার
আলো আছে, আর আছে অন্ধকার,
আর আছে সুখ, সাথে দুঃখ নেই কার?
হাসি আছে, সাথে কান্না আছে তার,
নারী আছে, সাথে পুরুষ আছে তার ;
আছে খোলা আলোর জানালা,
আমি আছি অন্ধকারে একেলা,
দুঃখ নিয়ে বিলাস করি আমি,
সুখ যে বড় ক্ষণস্থায়ী তুমি,
তাই আলোর আশায় অন্ধকারে থাকি।
অন্ধকার কে একলা বসে ডাকি।
Great! That was very nice, indeed.
উত্তরমুছুনPlease vote for my blog: http://notapennyformythoughts.blogspot.com/ @ Indiblogger (if you feel it is worthy of your vote, that is)
উত্তরমুছুনOnly 5 days left! You can only vote for one blog... i.e., you can vote only once.
Link to vote @ Indiblogger: http://www.indiblogger.in/vote.php?entry=408
Check out my latest post: "Please Vote... for my Blog @ IndiBlogger! Only 5 days left!"
You need to be registered with IndiBlogger. Here is the link: http://indiblogger.in/
Thanks in advance! :)